Wellcome to National Portal
Text size A A A
Color C C C C
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ নভেম্বর ২০১৬

গুরুত্বপূর্ণ মামলা সমূহ

বাংলাদেশ জুট করপোরেশন (বিলুপ্ত )

আদমজী কোর্ট, এনেক্স ভবন -২,

১১৯-১২০, মতিঝিল বা/এ:, ঢাকা।

বিষয়ঃ বিজেসির গুরুত্বপূর্ণ ০৫ টি অগ্রাধিকার মামলার তথ্য।

 

ক্রমিক নং

মামলা নং ও পক্ষ (বাদী/বিবাদী)

আদালতের নাম ও মামলা দায়েরের তারিখ

নিযুক্ত আইনজীবির নাম ও মোবাইল নং

মামলার বিষয়

মামলার সর্বশেষ অবস্থা

মামলার রায় হলে (পক্ষে/বিপক্ষে)

মামলার গৃহীত ব্যবস্থা

০১।

লীভ টু আপীল নং-২২০৮/১৩, বাদী-সিনিয়র সহকারী সচিব, বস্ত্র ও পাট মন্ত্রণালয় গংবিবাদী-সত্যেন্দ্র কৃষ্ণ চৌঃ

(মহামান্য হাইকোর্টের রিঃপিঃ নং-১৭৯৮/০৩ হতে উদ্ভূত)

 

সুপ্রীমকোর্টের আপীল বিভাগ, তারিখ            ২৯-০৮-২০১৩

জনাব মহিউদ্দিন আহমেদ

মোবাঃ-০১৮১৭৫৬০৫৪৬

সিনিয়র আইজীবি

জনাব এ,জে, মোহাম্মদ আলী

নারায়ণগঞ্জ জেলা সদরে অবস্থিত ইউনির্ভাসেল জুট ট্রেডার্স লিঃ নামীয় ০.৫৭ একর সম্পত্তির উপর জনৈক আঃ করিম বাবু গং সত্যেন্দ্রকৃষ্ণ চৌধুরীর পক্ষে আমমোক্তারনামা সৃজনের মাধ্যমে মালিকানা স্বত্ত্ব দাবী করে নারায়ণগঞ্জ ৪র্থ সিনিয়র সহকারী জজ আদালতে দেঃ মোঃ নং-১০৫/২০০০ দায়ের করে গত ২৯-০৫-২০০০ একতরফা রায় প্রাপ্ত হয় (মামলার নোটিশ গোপন রেখে)। উক্ত রায়ের বিরুদ্ধে সংস্থা কর্তৃক ঐ একই আদালতে দায়েরকৃত সানি মিস-৩২/২০০০ ও নারায়ণগঞ্জ সিনিয়র সহকারী জজ ২য় আদালতে মিস আপীল ২৫/০১ নামঞ্জুর  হওয়ার কারণে  মাননীয় সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগের রীট পিটিশন নং-১৭৯৮/০৩ দায়ের করা হয়। মামলাটি শুনানীঅন্তে খারিজ করা হয়।  সংস্থার বিপক্ষে রায় হয়েছে। উক্ত খারিজ আদেশের বিরুদ্ধে সংস্থা কর্তৃক মাননীয় সুপ্রীমকোর্টের আপীল বিভাগে লীভ টু আপীল নং-২২০৮/১৩ দায়ের করা হয়।  উল্লেখ্য যে, অত্র সম্পত্তির উপর নারায়ণগঞ্জ যুগ্ম জেলা জজ ১ম আদালতে দেঃ মোঃ নং-৭১/০৮ (বিজেসি বনাম জেলা প্রশাসক নারায়ণগঞ্জ গং) রেকর্ড সংশোধনীর মামলা বিচারাধীন রয়েছে।

গত ২২/০৮/১৬ তারিখে উভয় পক্ষের উপস্থিতিতে চুড়ান্ত শুনানীঅন্তে মাননীয় আদালত কর্তৃক মামলাটি সংস্থার পক্ষে রায় প্রদান করা হয়।

সংস্থার পক্ষে রায় হয়েছে।

 

০২।

Gd,G,305/04,

বাদী-হাজী মনসুর আহমেদ গং

বিবাদী-বিজেসি গং

(নাঃগঞ্জ যুগ্ম জেলা জজ ১ম আদালতে ১৫/০৩ নং মামলা হতে উদ্ভূত)

 সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগ,

তারিখ ১৮-০৫-২০০৪

জনাব মহিউদ্দিন আহমেদ

মোবাঃ-০১৮১৭৫৬০৫৪৬

 

নারায়ণগঞ্জ জেলা সদরের টানবাজার এলাকায় অবস্থিত রাজা জানকি নাথ রায় নামীয় ০.৮৪৮৫ একর সম্পত্তি গেজেট ও দলিল মূলে মালিক বস্ত্র ও পাট মন্ত্রণালয়।  জনৈক হাজী মনসুর আহমেদ জাল কাগজপত্র সৃজন করে বায়না ও ক্রয় সূত্রে মালিকানা দাবী করে সরকার ও সংস্থার বিরুদ্ধে নারায়ণগঞ্জ ১ম যুগ্ম জেলা জজ আদালতে ১৫/০৩ নং মামলা দায়ের করে। উক্ত মামলায় ২০/০৭/০৪ তারিখ সরকার তথা সংস্থার বিপক্ষে রায় হয়। উক্ত ঘোষিত রায়ের বিরুদ্ধে বিজেসি মাননীয় সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগে এফ,এ নং-৩০৫/০৪ দায়ের করে যা বিচারাধীন রয়েছে। তাছাড়া অত্র সস্ম্পত্তির উপর নারায়ণগঞ্জ ১ম যুগ্ম জেলা জজ আদালতে বিজেসি কর্তৃক দায়েরকৃত মামলা নং-৫৬/০৪ বিচারাধীন আছে।

কজ লিষ্টে অন্তর্ভুক্তির বিষয় প্রক্রিয়াধীন।

মামলার রায় হয়নি।

বিজ্ঞ প্যানেল এডভোকেটকে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহনের জন্য নির্দেশনা দেয়া হয়েছে এবং তাগিদ প্রদান অব্যাহত রয়েছে। উল্লেখ্য যে, গতমাসে মাননীয় আদালত বন্ধ থাকার কারণে মামলার দৃশ্যমান আগ্রগতি তেমন পরিলক্ষিত হয়নি।

 

 

০৩।

এফ,এ,টি নং-১০৫/০৫

এফ,এ-৪৯/০৫ বাদী-বিজেসি গং বিবাদী গোলাম রহমান গং

(নাঃগঞ্জ যুগ্ম জেলা জজ ১ম আদালতে দেঃ মোঃ নং-৭৫/৯৪ হতে উদ্ভূত)

 সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগ,

তারিখ ১২-০৩-২০০৫

জনাব মহিউদ্দিন আহমেদ

মোবাঃ-০১৮১৭৫৬০৫৪৬

সিনিয়র আইজীবি

জনাব এ,জে, মোহাম্মদ আলী

 

 

নারায়ণগঞ্জ জেলা সদরে টানবাজারে অবস্থিত রেলী কুলিবাগান এ ৪.৩৯২ একর সম্পত্তির মালিকানা স্বত্ত্ব দাবী করে জনৈক গোলাম রহমান গং বাদী হয়ে সংস্থার বিরুদ্ধে নারায়ণগঞ্জ যুগ্ম জেলা জজ ১ম আদালতে দেঃ মোঃ নং-৭৫/৯৪ দায়ের করে। মামলায় গত ৩০/১১/০৪ তারিখে সংস্থার বিপক্ষে রায় ঘোষিত হয়। উক্ত ঘোষিত রায়ের বিরুদ্ধে বিজেসি গং মাননীয় সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগে এফ,এ,টি নং-১০৫/০৫ দায়ের করে। সম্পত্তিটি দলিল মূলে মালিক বস্ত্র ও পাট মন্ত্রণালয়।

গত ১৭/০৮/১৬ তারিখে উভয় পক্ষের উপস্থিতিতে চুড়ান্ত শুনানীঅন্তে মাননীয় আদালত কর্তৃক মামলাটি সংস্থার পক্ষে রায় প্রদান করা হয়।

সংস্থার পক্ষে রায় হয়েছে।

 

০৪।

সি.পি. নং-৫২০৩/০৭    বাদী-জনাব শহিদুল ইসলাম বিবাদী-বিজেসি

(বিজ্ঞ জেলা জজ আদালত,খুলনার দেঃ আঃ নং-১৮৯/৯৯ হতে উদ্ভূত)

সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগ,

তারিখ ০১-১১-২০০৭

জনাব মহিউদ্দিন আহমেদ

মোবাঃ-০১৮১৭৫৬০৫৪৬

 

খুলনা জেলার দৌলতপুরস্থ ঘোষিলাল টোডি নামীয় ০.৪৮ একর সম্পত্তি নীলামে খরিদ করেছেন মর্মে সংস্থার বিপক্ষে জনৈক শহিদুল ইসলাম মালিকানা সত্ব দাবী করে সহকারী জজ আদালত, দৌলতপুর খুলনায় দায়েরকৃত দেওয়ানী ৩৭২/৮৪ মোকদ্দমাটি ০৭/০৬/৯৯ ইং তারিখে সংস্থার পক্ষে রায় ঘোষিত হয়। উক্ত রায়ের বিরুদ্ধে জনাব শহিদুল ইসলাম, বিজ্ঞ জেলা জজ আদালত, খুলনায় দেওয়ানী আপীল নং-১৮৯/৯৯   মামলা দায়ের করেন। গত ১২/০৮/০৭ তারিখে রায়ে আপীল মামলাটি নামুঞ্জর হয়। উক্ত আদেশের বিরুদ্ধে জনাব শহিদুল ইসলাম মাননীয় হাইকোর্ট বিভাগে সিভিল রিভিশন নং-৫২০৩/০৭ দায়ের করেন। মামলাটি বিচারাধীন আছে।

কজ লিষ্টে অন্তর্ভুক্তির বিষয় প্রক্রিয়াধীন।

মামলার রায় হয়নি।

মামলাটি কজ লিষ্টে আনায়ন পূর্বক দ্রুত নিস্পত্তির জন্য বিজ্ঞ আইনজীবিকে নির্দেশনা দেয়া হয়েছে এবং তাগিদ প্রদান অব্যাহত আছে। উল্লেখ্য যে, গতমাসে মাননীয় আদালত বন্ধ থাকার কারণে মামলার দৃশ্যমান আগ্রগতি তেমন পরিলক্ষিত হয়নি।

 

০৫।

রীট পিটিশন নং-৬৯১১/২০১৩ বাদী-সেলীম বিন সালেহ বিবাদী-সচিব বস্ত্র ও পাট মন্ত্রণালয় গং

সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগ,

তারিখ ২৫-০৯-২০১৩

জনাব লুৎফর রহমান

মোবাঃ-০১৮১৯২৮৪৯৪০

 

চট্টগ্রামস্থ এপিসি রেলী প্রেস হাউজের মোট ১৩.৮৯১০ একর  সম্পত্তি বিক্রয়ের নিমিত্তে দরপত্র বিজ্ঞপ্তি নং-২/১৩ (২য়বার) আহ্বান করা হলে জনৈক সেলীম বিন সালেহ (৭ নং গ্রুপ) মাইল্যা বিল অংগনের ১.৯৩৩০ একর সম্পত্তি ক্রয়ের জন্য পিতার ওয়ারিস সূত্রে বাদী হয়ে মহামান্য হাইকোর্ট বিভাগে সচিব, বস্ত্র ও পাট মন্ত্রণালয় গং এর বিবাদী করে রীট পিঃ নং-৬৯১১/১৩ দায়ের করে স্থগিতাদেশ লাভ করেন। মামলাটি বিচারাধীন রয়েছে।

কজ লিষ্টে অন্তর্ভুক্তির বিষয় প্রক্রিয়াধীন।

মামলার রায় হয়নি।

মামলাটি কজ লিষ্টে আনায়ন পূর্বক দ্রুত নিস্পত্তির জন্য বিজ্ঞ আইনজীবিকে নির্দেশনা দেয়া হয়েছে এবং তাগিদ প্রদান অব্যাহত আছে। উল্লেখ্য যে, গতমাসে মাননীয় আদালত বন্ধ থাকার কারণে মামলার দৃশ্যমান আগ্রগতি তেমন পরিলক্ষিত হয়নি।

                 

 

 


Share with :

Facebook Facebook